নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। ভর্তি প্রার্থী এক শিক্ষার্থীর রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।
এর আগে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে ভিসি বরাবর পুনরায় পরীক্ষার আবেদন করেছিলেন ওই শিক্ষার্থী। তবে সাড়া না পেয়ে রিট করেন তিনি।