সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং’ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ পরিবর্তে এখন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’।
সম্প্রতি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
অফিস আদেশে নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়।