হোম > শিক্ষা

ঢাবি সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। আগামী তিন বছর এই পদে বহাল থাকবেন তিনি। গতকাল মঙ্গলবার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে ঢাবি সিএসই বিভাগের অধ্যাপক থাকাকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞানের এই অধ্যাপক।

শিক্ষাজীবনে ড. আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিকস বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের গ্রিন নেটওয়ার্কিং রিচার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছেন। তাঁর সুপারবিশনে ইতিমধ্যে ৫ জন শিক্ষার্থী পিএইচডি, ২১ জন মাস্টার্স ডিগ্রি ও শতাধিক আন্ডারগ্র্যাজুয়েট রিচার্স থিসিস/প্রজেক্ট সম্পন্ন করেছেন।

২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. মো. রাজ্জাক। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটিতে পিএইচডি করেন ২০০৯ সালে। সেখানেই ২০০৯—২০১১ পর্যন্ত রিচার্স প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন ড. মো. আব্দুর রাজ্জাক। দেশ ও দেশের বাইরের খ্যাতিমান জার্নালে ১৮০টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ রয়েছে তাঁর। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান যুগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের। তা ছাড়া দেশের উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্রমেই বাড়ছে। স্বভাবতই এই বিভাগের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার, বৃহৎ অর্থে বলতে গেলে গোটা জাতির একধরনের চাওয়া থাকে। আগামী তিন বছর যথাসাধ্য সেটি পূরণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সবার সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সফট স্কিল বৃদ্ধিতে বিশেষ মনোনিবেশ এবং বর্তমান সফলতার ধারা উত্তরোত্তর এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি: ১ম পর্ব

ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি

আইইএলটিএসলিসেনিং (পর্ব-৩.১)

প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

মাধবপুরের প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

সেকশন