শিক্ষা ডেস্ক
যুক্তরাজ্যে ওয়ারউইক চ্যান্সেলর্স ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটির ওয়ারউইক ডক্টরাল কলেজে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে। জীবনযাত্রার ব্যয় বাবদ ১৫ হাজার ৬০৯ পাউন্ড দেওয়া হবে। এ ছাড়া গবেষণা কাজের জন্য আরও ৫ হাজার পাউন্ড দেওয়া হবে।
অধ্যায়নের বিষয়সমূহ
বিজ্ঞান, প্রকৌশল ও মেডিসিন অনুষদের অধীনে রসায়ন, কম্পিউটার সায়েন্স ও পরিসংখ্যান। কলা অনুষদের অধীন ক্লাসিক এবং প্রাচীন ইতিহাস ও ইতিহাস। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি, দর্শন, সমাজবিজ্ঞান, রাজনীতি ও আন্তর্জাতিক স্টাডিজ।
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে হবে। ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে আবেদন বৃত্তিটি আরও বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৪