হোম > শিক্ষা

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে টেনশন?

আলভি আহমেদ

উচ্চমাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে। অনেক শিক্ষার্থী এই অধ্যায়টি হয় বাদ দিয়ে যায়, নয়তো বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ কোড, আউটপুট মুখস্থ করে। অধ্যায়টি বুঝে পড়তে পারলে এবং সেই সঙ্গে কোডগুলোর প্রয়োগ করলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, উত্তর করা সম্ভব। 

সি প্রোগ্রামিংয়ের ধারণাগুলো বুঝে পড়া
ডেটা টাইপ, ধ্রুবক, চলক, এক্সপ্রেশন, কি-ওয়ার্ড, ইনপুট-আউটপুট স্টেটমেন্ট, কন্ডিশনার স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে, ফাংশনের ওপর সম্যক ধারণা নিতে হবে। অ্যালগরিদম, ফ্লো-চার্টের পাশাপাশি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো পাঠ্যবই থেকে বুঝে পড়তে হবে। এখন ইউটিউবেও এসবের ওপর টিউটোরিয়াল পাওয়া যায়, সেখান থেকেও বুঝে নেওয়া যায়। এ ক্ষেত্রে, আনিসুল ইসলাম ইউটিউব চ্যানেলে প্রোগ্রামিং শেখার অত্যন্ত কার্যকর টিউটোরিয়াল বিনা মূল্যে পেয়ে যাবেন। তা ছাড়া, ধারণাগুলো বুঝতে বিভিন্ন সহায়ক বইও পড়ে নেওয়া যেতে পারে। 

পড়ার পাশাপাশি অনুশীলন
অনেকের প্রবণতা থাকে শুধু কোড আর আউটপুট মুখস্থ করার। কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য হাতে-কলমে অনুশীলন করা অত্যাবশ্যক। এ জন্য কিছু জনপ্রিয় অনলাইন রিসোর্স যেমন, GeeksforGeeks এবং W3 Schools ব্যবহার করতে পারেন। এই সাইটগুলোতে প্রোগ্রামিং শেখার টিউটোরিয়ালের পাশাপাশি অনুশীলনও করা যায়। 

প্রশ্ন সমাধান করতে হবে
বিগত বছরের প্রশ্নগুলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে হাতে-কলমে সমাধান করে নিতে হবে। এতে কোথায় ভুল হচ্ছে, কী কী ঠিক করতে হবে, কোথায় নিজেকে আরও উন্নত করতে হবে, সে জায়গাগুলো শনাক্ত করে সেদিকে জোর দিতে হবে। এ সমস্যাগুলো কিছু জনপ্রিয় সফটওয়্যার ব্যবহার করেও সমাধান করা যায়। যেমন, Code:: Blocks, Visual Studio Code. 

বুঝতে সমস্যা হলে অভিজ্ঞদের সাহায্য নিতে হবে 
প্রোগ্রামিংয়ের কোনো অংশে বুঝতে সমস্যা হলে, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক অথবা এতে দক্ষ কারও সহায়তা নেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া অংশগুলোর একটি নোট নিন। 

একেকটি ধাপ সম্পূর্ণ শেষ করে অগ্রসর হোন
সাধারণত বইয়ে দেওয়া প্রোগ্রামিংয়ের অনুশীলনগুলো সহজ থেকে ধীরে ধীরে অপেক্ষাকৃত জটিল অংশের দিকে যায়। সে ধারা অনুসরণ করে বইয়ে দেওয়া কোডগুলোর ওপর দক্ষতা নিন। এ সময় খেয়াল রাখুন, যাতে প্রতিটি ধাপ বুঝে বুঝে সম্পন্ন করতে পারেন। 

পরীক্ষার আগে মূল ধারণাগুলো একনজরে রিভিশন দিতে হবে। প্রোগ্রামিংয়ের অধ্যায়টি বুঝে পড়ুন, ধৈর্য ধারণ করে অনুশীলন করতে হবে। তাহলে এই অধ্যায়ের ভয়কে শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

লেখক: সহপ্রতিষ্ঠাতা, ম্যাথট্রনিকস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি: ১ম পর্ব

ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-৩.১)

প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

মাধবপুরের প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

সেকশন