নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রচণ্ড গরমের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে একেবারে কোমলমতি শিশুদের বিদ্যাপীঠ কিন্ডারগার্টেন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দিয়েছে সরকার। তারা বন্ধ রাখবে বলেই আশা করা হচ্ছে।
সারা দেশে তীব্র দাবদাহের কারণে গতকাল রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ (আজ সোমবার) থেকে ৮ জুন ( আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়েও ক্লাস বন্ধের সিদ্ধান্ত দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
তবে কিন্ডারগার্টেনগুলো বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, শিক্ষার এ স্তর দেখভালের জন্য কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নেই।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেসরকারি কিন্ডারগার্টেনগুলো দেখভাল করে তাদের পরিচালনা পর্ষদ। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের করার কিছুই নেই।’
ফরিদ আহাম্মদ আরও বলেন, ‘তবে আমাদের পরামর্শ—শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাঁরাও ৮ তারিখ পর্যন্ত যাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে।’