যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৬০ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে জিপিএ ৫ পেয়েছে ১১ জন পরীক্ষার্থী। এ ছাড়া বাকিরা বিভিন্ন গ্রেডে পাস করেছে।
গতকাল শুক্রবার যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষা বোর্ডের ৬ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্য থেকে ৬০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ‘এফ’ গ্রেড থেকে ১১ জন ‘এ প্লাস’, ৪ জন ‘এ’ গ্রেড, ৮ জন ‘এ মাইনাস’, ৮ জন ‘বি’ গ্রেড, ৭ জন ‘সি’ গ্রেড, ২ জন ‘ডি’ গ্রেড পেয়েছে।
এ ছাড়া ‘ডি’ গ্রেড থেকে ‘এ প্লাস’ পেয়েছে ১ জন। ‘বি’ গ্রেড থেকে ২ জন ‘এ প্লাস’, ১ জন ‘এ’ গ্রেড ও ৩ জন ‘এ মাইনাস’ পেয়েছে। ‘এ মাইনাস’ থেকে ৪ জন ‘এ প্লাস’ ও ৩ জন ‘এ’ গ্রেড পেয়েছে। ‘এ’ গ্রেড থেকে ৬ জন ‘এ প্লাস’ পেয়েছে।