উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথম দিকেই রয়েছে কানাডা। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা গ্রহণে কানাডাকেই বেছে নিতে চান। কানাডার সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (ইউবিসি)।
বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ মে, ২০২২।
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতিবছর ২০ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
গবেষণা ভাতা প্রদান করা হবে।
আগ্রহীকে স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে। এ বছরের আগস্টের মধ্যে সর্বোচ্চ ৪৮ মাসের পিএইচডি হতে হবে। ইউবিসি তে নিবন্ধিত হতে হবে। ইউবিসির ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আবেদন করতে ক্লিক করুন।