মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ এপ্রিল থেকে ছুটি শুরু হবে। গত বুধবার এ বিষয়ে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে। ছুটি চলবে আগামী ৮ মে পর্যন্ত। তবে অফিস বন্ধ থাকবে ১ মে থেকে ৮ মে পর্যন্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হল ও নূরুন্নাহার বেগম হল আজ ২২ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বন্ধ থাকবে।