হোম > শিক্ষা

এসএসসি-এইচএসসির নতুন পাঠ্যসূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে পরীক্ষা নিতে এসএসসি ও এইচএসসির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ শুক্রবার ওয়েবসাইটে এই পাঠ্যসূচি প্রকাশ করেছে।

সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১৩ জুন থেকে খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই। করোনার সংক্রমণ পরিস্থিতি দেখে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে খোলা হবে বলে জানান তিনি। আর যেসব শিক্ষার্থী হলে থাকেন, তাঁদের করোনাভাইরাসের টিকা দিয়ে খোলা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়।

ওই দিন দীপু মনি বলেন, এবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়ার সুযোগ কম, দেওয়া ঠিকও হবে না। এবার সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ খোলার পর ২০২১ ও ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি