হোম > শিক্ষা

জিম্যাটের সেকশনগুলো কী (পর্ব-২)

মুসাররাত আবির

গত পর্বে জিম্যাট কী, সে সম্পর্কে জেনেছি। আজকের পর্বে জিম্যাটের সেকশনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা—

২০২৪ সাল থেকে জিম্যাটের ফরম্যাটে কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে একটি হলো, চারটি সেকশনের পরিবর্তে তিনটি সেকশন করা। সেই তিনটি সেকশন হলো—কোয়ান্টিটিভ রিজনিং (২১টি প্রশ্ন), ভার্বাল রিজনিং (২৩টি প্রশ্ন) ও ডেটা ইনসাইটস (২০টি প্রশ্ন)। 

কোয়ান্টিটিভ রিজনিং
এ ধাপে একজন পরীক্ষার্থীর তথ্য বিশ্লেষণ এবং যুক্তি ও দক্ষতা ব্যবহার করে প্রশ্ন সমাধান করার ক্ষমতা যাচাই করা হয়। পুরো সেকশনটিতে বীজগণিত, পাটিগণিত ও জ্যামিতি থেকে ২১টি প্রশ্ন করা হয়। আর এগুলো সমাধানের জন্য আলাদা করে কোনো ক্যালকুলেটর বহন করা লাগবে না। স্ক্রিনেই একটি ক্যালকুলেটর চলে আসবে, সেটি ব্যবহার করে হিসাব করা যাবে। 

সাধারণত পাটিগণিত অংশে সংখ্যাতত্ত্ব, ইউনিট, সূচক, লগারিদম, বর্গমূল, ঘনমূল, ভগ্নাংশ), অনুপাত, মিশ্রণ, শতকরা, লাভ-ক্ষতি, সময়, গতি, দূরত্ব, সেট, পরিসংখ্যান ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন আসে। বীজগণিতের প্রশ্ন সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, বহুপদ, ফাংশন, সূচক, অসমতা, স্থানান্তর, সমন্বয় ইত্যাদি থেকে করা হয়। আর জ্যামিতিতে থাকে ত্রিভুজ, রেখা এবং কোণ, চতুর্ভুজ, বৃত্ত, স্থানাঙ্ক জ্যামিতি ইত্যাদি। 

ভার্বাল রিজনিং
এ বিভাগে একজন পরীক্ষার্থীর ইংরেজি পড়া ও বোঝার বোধগম্য এবং ইংরেজিতে সমালোচনামূলক যুক্তি মূল্যায়ন করার ক্ষমতা যাচাই করা হয়। এ ভাগে দুই ধরনের বহুনির্বাচনীমূলক প্রশ্ন থাকে। প্রথম ধরনে ৩৫০ শব্দের কিছু অনুচ্ছেদ পড়তে হয়, এরপর সেখান থেকে করা প্রশ্নের উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আপনি অনুচ্ছেদগুলো কী রকম বুঝতে পারছেন এবং বিষয়বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যৌক্তিক সংযোগ শনাক্ত করতে পারছেন, সেটা দেখা হয়। দ্বিতীয় প্রশ্নের ধরনে আপনার যুক্তি খণ্ডনের দক্ষতা দেখা হয়। আপনাকে একধরনের অর্ধ সমাপ্ত অনুচ্ছেদ দেওয়া হয়, যেটা পড়ে আপনাকে যুক্তি দিয়ে একটি উপসংহারে পৌঁছাতে হবে। এখানে প্যারালাল ইজম, মডিফায়ার, ক্রিটিক্যাল রিজনিং, সাবজেক্ট-ভার্ব অ্যাগ্রিমেন্ট, কাউন্টেবল-আনকাউন্টেবল নাউন থেকেও প্রশ্ন চলে আসে। 

ডেটা ইনসাইটস
এটি জিম্যাটের নতুন সংযোজন। এখানে পরীক্ষার্থীর তথ্য-উপাত্ত বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়। 

এই অংশে টেবিল বা গ্রাফ আকারে কিছু ডেটা দেওয়া হয় এবং সেটাকে বিশ্লেষণ করতে হয়। বর্তমানে ব্যবসার জগতে কী ধরনের ডেটা কাজে আসে, ব্যবসার বিভিন্ন সমস্যা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, প্যাটার্ন নির্ধারণ—এ ধরনের প্রশ্ন এখানে করা হয়। আরও থাকে ডেটা সাফিসিয়েন্সি, গ্রাফিকস ইন্টারপ্রিটেশন, টেবিল অ্যানালাইসিস, টু-পার্ট অ্যানালাইসিস, মাল্টি-সোর্স রিজনিং ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন। 

আর কী পরিবর্তন
যেহেতু জিম্যাট কম্পিউটার অ্যাডাপ্টিভ টেস্ট, তাই কোনো প্রশ্নের উত্তর বাদ দিলে বা ভুল করলে আবার সেই উত্তর ঠিক করার কোনো সুযোগ আগে ছিল না। তবে ২০২৪ সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ ৩ বার রেখে আসা বা ভুল করা প্রশ্নের উত্তর সম্পাদনা করতে পারবেন। এ জন্য যে প্রশ্নটার উত্তর আবার দিতে চান, সে প্রশ্নটাকে বুকমার্ক করে ফেলতে হবে। সব প্রশ্নের উত্তর দেওয়া শেষে স্ক্রিনের ‘রিভিউ অ্যান্ড এডিট’ সেকশনে গেলেই সম্পাদনা করা যাবে। প্রতিটি সেকশনের জন্য বরাদ্দ থাকতে ৪৫ মিনিট, মাঝে ১০ মিনিটের বিরতি। অর্থাৎ মোট ২ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা। 

পরীক্ষা দেওয়ার পরপরই আন-অফিশিয়াল ফলাফল দেখতে পারবেন। অফিশিয়াল স্কোর পেতে এক সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে। স্কোরের পাশাপাশি আপনার পারফরম্যান্সের একটি বিস্তারিত রিপোর্টও পেয়ে যাবেন। 

সূত্র: জিম্যাট নিঞ্জা, এমবিএ ডটকম

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিটোরের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২ মে

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.২)

সেকশন