Ajker Patrika
হোম > শিক্ষা

স্কুলে ভর্তি আবেদন: সরকারিতে আসনের ৬ গুণের বেশি, বেসরকারি ৩৪ শতাংশ

অনলাইন ডেস্ক

স্কুলে ভর্তি আবেদন: সরকারিতে আসনের ৬ গুণের বেশি, বেসরকারি ৩৪ শতাংশ
প্রতীকী ছবি

সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র বলছে, সরকারি স্কুলগুলোতে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।

আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।

আজ রোববার এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাউশি উপ–পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি বলেন, সরকারি বিদ্যালয়ে নির্ধারিত আসনের বিপরীতে ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে মোট আসনের ৩৪ দশমিক ৫৭ শতাংশ।

সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির আগামী বছরের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় আগামী ১২ নভেম্বর থেকে। যা চলে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আর ডিজিটাল লটারির (অনলাইন লটারি) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।

১১০ টাকা ফি দিয়ে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদা আলাদা আবেদন করতে হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটি আবেদনে শিক্ষার্থীরা পাঁচটি স্কুল চয়েস দেওয়ার সুযোগ রাখা হয়।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হওয়ার শর্ত ছিল। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স সাত বছর হলেও আবেদন করা গেছে।

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ