শিক্ষা ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের প্রক্রিয়া সোমবার (২০ জানুয়ারি) শেষ হচ্ছে।
এর আগে ৩ জানুয়ারি শুরু হওয়া আবেদনের প্রক্রিয়া ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচ দিন বাড়ানো হয়। ৪ জানুয়ারি থেকে ফি জমা দিতে পারছেন আবেদনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা।
৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনপ্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।