Ajker Patrika
হোম > শিক্ষা

নিউজিল্যান্ডের টঙ্গারওয়া স্কলারশিপ

নিউজিল্যান্ডের টঙ্গারওয়া স্কলারশিপ

ইদানীং উচ্চশিক্ষার জন্য বহু শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছেন। এর মধ্যে অনেকের পছন্দের দেশ নিউজিল্যান্ড। এর কারণ হলো এখানে শিক্ষার্থীরা স্বল্প খরচে মানসম্মত পড়াশোনা করতে পারেন। রয়েছে বৃত্তি নিয়ে পড়াশোনা করার দারুণ সব সুযোগ! সে রকমই একটি বৃত্তি হলো টঙ্গারওয়া স্কলারশিপ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে।

বছরে তিনবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। ট্রাইমেস্টার-১-এর আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ট্রাইমেস্টার-২-এর আবেদনের শেষ তারিখ ১ মে, ট্রাইমেস্টার-৩-এর আবেদনের শেষ তারিখ ১ আগস্ট।

যেসব ফ্যাকাল্টিতে অধ্যয়ন করা যাবে

  • ফ্যাকাল্টি অব হেলথ
  • ফ্যাকাল্টি অব সায়েন্স
  • ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
  • ফ্যাকাল্টি অব এডুকেশন
  • ফ্যাকাল্টি অব ল
  • ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
  • ফ্যাকাল্টি অব বিজনেস
  • ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
  • ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি মওকুফ।
  • স্নাতকের জন্য ১০ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৫৯ হাজার ২৪০ টাকা।
  • স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ২৯ হাজার ৬২০ টাকা।
  • আবাসন-সুবিধা দেওয়া হয়।
  • স্টাইপেন্ডসহ বিভিন্ন ভাতা দেওয়া হয়। 
  • আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে।
  • একাডেমিকে ফলাফল ভালো হতে হবে।
  • ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র 

৫০০ শব্দের মধ্যে আপনি কেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে পড়াশোনা করতে চান, আপনার একাডেমিক লক্ষ্য কী, পড়াশোনা করে আপনি কী করতে চান এবং কেন আপনাকে এ স্কলারশিপটি দেওয়া হবে–এসব লিখতে হবে।

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • রেকমেন্ডেশন লেটার।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • জাতীয় পরিচয়পত্র।
  • ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে ভর্তির আবেদনের কাগজ। 

ওয়েবসাইট

অনুবাদ: মুসাররাত আবির

ঢাবির কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯.৮৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

বিজেএস পরীক্ষার ফি কমানোসহ তিন দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির তিন দপ্তরে নতুন মুখ

ইবির নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.২)

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি