ইদানীং উচ্চশিক্ষার জন্য বহু শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছেন। এর মধ্যে অনেকের পছন্দের দেশ নিউজিল্যান্ড। এর কারণ হলো এখানে শিক্ষার্থীরা স্বল্প খরচে মানসম্মত পড়াশোনা করতে পারেন। রয়েছে বৃত্তি নিয়ে পড়াশোনা করার দারুণ সব সুযোগ! সে রকমই একটি বৃত্তি হলো টঙ্গারওয়া স্কলারশিপ।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে।
বছরে তিনবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। ট্রাইমেস্টার-১-এর আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ট্রাইমেস্টার-২-এর আবেদনের শেষ তারিখ ১ মে, ট্রাইমেস্টার-৩-এর আবেদনের শেষ তারিখ ১ আগস্ট।
যেসব ফ্যাকাল্টিতে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
৫০০ শব্দের মধ্যে আপনি কেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে পড়াশোনা করতে চান, আপনার একাডেমিক লক্ষ্য কী, পড়াশোনা করে আপনি কী করতে চান এবং কেন আপনাকে এ স্কলারশিপটি দেওয়া হবে–এসব লিখতে হবে।
অনুবাদ: মুসাররাত আবির