Ajker Patrika
হোম > শিক্ষা

সশরীরেই চলবে সাত কলেজের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সশরীরেই চলবে সাত কলেজের পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা। 

আজ রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।  

সেলিম উল্লাহ বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত ৷ পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ৷ অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ না হলে পূর্বনির্ধারিত সম্ভাব্য সময় অনুযায়ী পরীক্ষাগুলো নিতে পারব। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি রাখতে হবে।  

বৈঠকে পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্তের পর স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। নতুন সময়সূচি অনুযায়ী ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
 
এছাড়াও ২০১৮ সনের মাস্টার্স ১ম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার মাত্র একটি পরীক্ষা বাকি রেখে ডিগ্রি পরীক্ষা স্থগিত হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 

দুপুরের ওই অনলাইন বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, সাত কলেজের অধ্যক্ষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ স্থাপনার নাম পরিবর্তন

আমার হাত দিয়ে অন্যায় জাজমেন্ট হতে দেব না