হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্যাম্পাস থেকে সংসদে

মো. আশিকুর রহমান

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করে। ফলে ভবিষ্যৎ নেতৃত্বের বড় অংশের জন্ম হয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এবারের নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন ছয়জন সাবেক ছাত্রনেতা। এই ছাত্রনেতাদের পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। অন্যজন একটি ছাত্রসংগঠনের উপজেলা পর্যায়ের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে তিনি এই সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এই ছয় নেতার মধ্যে পাঁচজন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা রিপন এক বছর আগে উপনির্বাচনে আসনটিতে বিজয়ী হয়েছিলেন। একসময়ের দাপুটে এই ছাত্রনেতা দ্বাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন ও বিলাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের ঘোষণা করেছেন। 

প্রথমবারের মতো বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান সোহাগ। তিনি ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

অনলাইনে ব্যারিস্টার সুমন নামে তিনি ব্যাপক জনপ্রিয়। এবার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর পুরো নাম সৈয়দ সায়েদুল হক সুমন। এই নেতা ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগেও দায়িত্ব পালন করেন তিনি।

হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগ-নাজমুল কমিটির আইনবিষয়ক সম্পাদক ছিলেন। 

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সোহাগ-নাজমুল কমিটির উপ-আইন সম্পাদক এবং সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

এবারের নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। তিনি যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীকে নির্বাচন করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মাত্র ২৭ বছর বয়সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা