হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধু স্টেট ইউনিভার্সিটির উদ্যোগে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাঠকবন্ধুর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে স্টেট স্টাইকার্সকে টাইব্রেকারে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়েছে ট্রায়াড ওয়ারিয়র্স। 

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাউসার ও রেজিস্ট্রার ফারহানা শারমীন। 

এ সময় খেলোয়াড়দের উদ্দেশে অধ্যাপক ড. হাসান কাউসার বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও বলেন, ‘একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সব সময় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।’

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে স্টেট স্টাইকার্সকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম ট্রায়াড ওয়ারিয়র্স। 

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও পাঠকবন্ধু স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সদস্যসচিব ফারদিন আলম বলেন, দীর্ঘদিন পর একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। সব মিলিয়ে দারুণ একটা সময় পার করতে পেরেছি আমরা। জয়ও আমাদের হয়েছে। আসলে খেলায় হার-জিত থাকবে। তবে প্রতিপক্ষ বেশ শক্তিশালী ছিল এটা বলতেই হবে।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মো. সামসুল ইসলাম, সহকারী অধ্যাপক রিফাত সুলতানা এবং প্রভাষক আশরাফুন নাহার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাইনালে উত্তীর্ণ দুই দলের ম্যানেজার ও প্রভাষক মো. বায়েজীদ খান এবং আবদুর রাজ্জাক সোহেল।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

সেকশন