Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য ৭ নতুন বাস চালু

আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য ৭ নতুন বাস চালু
আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য ৭ নতুন বাস চালু। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস উদ্বোধন করেছে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফিতা কেটে এসব বাসের উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উৎপল কান্তি দাস, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক সজল সাহা, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর হাসানুজ্জামান তুষার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর এ কে এম পারভেজ ইকবাল, জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আল আমিন শিহাব এবং ডেপুটি রেজিস্ট্রার রিজনা নাহার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইইউবিএটির নিজস্ব পরিবহন সেবা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যাপক সুবিধা প্রদান করে। ঢাকার সব রুট ছাড়াও গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে ফ্রি বাস সার্ভিস চালু রয়েছে। প্রতি ঘণ্টায় শাটল সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ এবং সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করা হয়। নতুন সাতটি বাস সংযুক্ত হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর শিক্ষার্থীদের জন্য নতুন রুট চালু হবে। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ এবং সাশ্রয়ী হবে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএয়ের সাবেক পরিচালক এবং খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা এবং গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।

ডাকসু নির্বাচন: ১৩ দিন পর ১১ অভিযোগ

ডাকসুর দুই ভোটকেন্দ্রের ফুটেজ চেয়ে সুর্মী চাকমার আবেদন

রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ-মিছিল

চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে সভায় যেসব দাবি তুললেন প্রার্থীরা

ছাত্রদলের দাবির মুখে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

রাকসু নির্বাচন নিয়ে দুপক্ষ মুখোমুখি, উত্তেজনা

শাকসু নির্বাচন ঘিরে ছাত্ররাজনীতির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত

দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল, ২৫ সেপ্টেম্বরেই অনড় শিবির

জলাবদ্ধতা নিরসনে দুই হল ও এক ইনস্টিটিউট পরিদর্শনে ডাকসুর ভিপি

রাকসু নির্বাচন পেছানোর নামে বানচালের চেষ্টা চলছে: শিবির সভাপতি