হোম > শিক্ষা > ক্যাম্পাস

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আজকের পত্রিকা ডেস্ক­

ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণার আগে তিনটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পদক্ষেপের মধ্যে রয়েছে—সিন্ডিকেট পুনর্গঠন, শিক্ষার্থীদের মতামত সংগ্রহ এবং ওয়ার্কিং কমিটি গঠন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনের ব্যাপারে উপরিউক্ত কথা বলেন।

উপাচার্য বলেন, ‘সিন্ডিকেট পুনর্গঠন না হলে কোনো পদক্ষেপই বাস্তবায়ন সম্ভব না। সিন্ডিকেট পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানো হবে। এরপর গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা হবে এবং বিগত সময়ে ডাকসু নির্বাচন যারা পরিচালনা করেছেন তাঁদের মধ্য থেকে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এরপর নির্বাচন দেওয়া হবে।’

প্রক্রিয়াগুলো শেষ করে আগামী সপ্তাহে ডাকসু সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে বলেও উল্লেখ করেন উপাচার্য।

এর আগে সন্ধ্যা ৭টা থেকে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরেফা খাতুন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের তাহমিদ আল মুদদাসসির চৌধুরী, ইসলামিক স্টাডিজ বিভাগের এবি জোবায়ের ও বাংলা বিভাগের মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা