হোম > শিক্ষা > ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উৎসাহ-উদ্দীপনায় সরস্বতী পূজা উদ্‌যাপন

বিজ্ঞপ্তি

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।

গতকাল সোমবার সকালে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘এই পূজা আমাদের প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। এনএসইউতে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞান ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক চেতনা লালন করে, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে একটি পরিবার হয়ে ওঠে।’

সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা