হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও সিসিএন ইউনিভার্সিটিতে নবীনবরণ

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

কুমিল্লার সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে মতবিনিময় সভা, নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক অর্জন উদ্‌যাপন করেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিউবি) সেক্রেটারি জেনারেল ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন প্রধান অতিথির বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নয়নে একটি শক্তিশালী কমিউনিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং স্থায়ী ক্যাম্পাস স্থাপনে সরকারি সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন সিসিএন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এ. আর. কাইজার, ট্রাস্টি সদস্য ড. এ এস এম টি উল্লাহ, রেজিস্ট্রার ড. ফারহাতুল ইসলাম, ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রেজারার ড. মিজানুর রহমান, সিসিএন ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য ইফতেখারুল ইসলাম, উপাচার্য ড. মো. শাহ জাহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক বেলাল আহমেদ, এআইইউবির জনসংযোগ প্রধান এ এইচ এম তুহিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষাবিদেরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যের স্বাদ উপভোগ করতে পিঠা উৎসবের আয়োজন করেন। এতে বিভিন্ন স্বাদের পিঠা প্রদর্শন এবং অতিথিদের আপ্যায়ন করা হয়, যা পুরো অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা