হোম > শিক্ষা > ক্যাম্পাস

৩ শিক্ষার্থীর হাত ধরে এগিয়ে যাচ্ছে ক্যাম ক্লাসরুম

মুরাদ হোসেন, হাবিপ্রবি  

শিক্ষার্থীদের রসায়নভীতি দূর করে বিষয়টি আনন্দদায়ক করার চেষ্টা প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেরই আছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর হাত ধরে ২০২০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করে নলাইননির্ভর শিক্ষাকেন্দ্র ক্যাম ক্লাসরুম। হাঁটি হাঁটি পা পা করে তিন বছর পূর্ণ হলো ক্যাম ক্লাসরুমের। এর মধ্যে বেশ কিছু সাফল্যও পেয়েছে সংগঠনটি।

রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে মোবাইল ফোনে ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করা হয় বেশ কিছু মাধ্যমে। শুরুতে ইউটিউবে সেসব ভিডিও প্রকাশ করা হলেও পরে সহজতর প্রাপ্যতার কথা চিন্তা করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ আরও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে সংগঠনটি। শুধু রসায়নকেন্দ্রিক এ অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ বিনা মূল্যে ক্লাস করতে পারে, সে জন্য উন্মুক্ত রাখা হয়েছে এ প্ল্যাটফর্ম। ক্যাম ক্লাসরুমে নবম-দশম শ্রেণি, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং স্নাতকের কোর্সভিত্তিক রসায়ন বইয়ের ওপর আলোচনা করা হয়। এ ছাড়া আছে রসায়ন নিয়ে নানান মজার কনটেন্ট।

এটির ভিডিও ধারণ, লেকচার, সম্পাদনা, প্রচারসহ যাবতীয় কাজ করছেন বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী রাহাতুল গণি, মুরাদ হোসেন ও মাহমুদ-ই-মুরশেদ। সহপ্রতিষ্ঠাতা ও সিনিয়র ইনস্ট্রাক্টর মুরাদ হোসেন বলেন, ‘রসায়ন মজার বিষয়। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে রসায়নকে সাধারণ মানুষের কাছে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা যায়। এখানে আমরা সে কাজটাই করি।

প্রাতিষ্ঠানিক বিষয়বস্তুর পাশাপাশি উন্মুক্ত জ্ঞানচর্চার জন্য “দৈনন্দিন জীবনে রসায়ন” নামক প্লে লিস্টে নিয়মিত মজার তথ্য প্রকাশ করছি আমরা।’ তিনি যোগ করেন, ‘এ ধরনের কনটেন্ট অনলাইনে খুঁজতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। এসব কনটেন্টের বেশির ভাগই থাকে বিদেশি ভাষায় বানানো। তাই বাংলায় আমাদের এই উদ্যোগ।’

ক্যাম ক্লাসরুমে একাডেমিক, দৈনন্দিন জীবনে রসায়নসহ মোট ১২টি প্লে লিস্টে রয়েছে দুই শতাধিক ভিডিও। ক্যাম ক্লাসরুমের প্রতিষ্ঠাতা রাহাতুল গণি বলেন, ‘অনার্সের বিষয়বস্তুগুলো বেশ কঠিন। আর অনলাইনে পাওয়া লেকচারগুলো হিন্দি অথবা ইংরেজি ভাষায়, যা সহজে আয়ত্ত করা সম্ভব হয় না। আমরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমাদের লক্ষ্য, প্রান্তিক শিক্ষার্থীদের 
মাঝে এ সেবা পৌঁছে দেওয়া।’

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন