হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনএসইউতে ‘শপআপ ফাস্ট–ট্র্যাক ক্যাম্পাস কানেক্ট’ সেমিনার অনুষ্ঠিত

বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘শপআপ ফাস্ট-ট্র্যাক ক্যাম্পাস কানেক্ট’ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারে (সিপিসি) আজ বুধবার ‘শপআপ ফাস্ট-ট্র্যাক ক্যাম্পাস কানেক্ট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সিপিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম স্বাগত বক্তব্যে রাখেন। এ সময় তিনি শপআপের ব্যবসায়িক ধারণা এবং উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘শপআপ এমন একটি স্টার্টআপ, যাদের উদ্দেশ্য কেবল নিজেদের জন্য কাজ করা নয় বরং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।’

সেমিনারে শপআপের পরিচালক ও এনএসইউ’র সাবেক শিক্ষার্থী শাবাব দিন শারেক, শপআপের সিনিয়র এইচআর বিজনেস পার্টনার মুবতাসিন কবির এবং শপআপের ব্র্যান্ড ম্যানেজার ও এনএসইউ’র সাবেক শিক্ষার্থী ইশতিয়াক মাসরুর উপস্থিত ছিলেন।

শপআপের ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক মডেল তুলে ধরে শাবাব দিন শারেক ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামের বিস্তারিত ব্যাখ্যা করেন। শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামে কীভাবে আবেদন করা যায় এবং এর মাধ্যমে কীভাবে ক্যারিয়ারে দ্রুত অগ্রগতির সুযোগ পাওয়া যায়, তা নিয়েও আলোচনা করেন তিনি।

ফিনান্স, সিএসই এবং ইইই’র স্নাতকদের জন্য বিশেষভাবে তৈরি ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামটি ক্যারিয়ারে দ্রুত সফলতার পথ তৈরি করতে সহায়তা করে। অনুষ্ঠানে শপআপের প্রতিনিধিরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। এতে ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামের প্রয়োজনীয়তা, ইন্টার্নশিপের সুযোগ এবং সম্ভাব্য ক্যারিয়ার অগ্রগতির বিভিন্ন দিক আলোচনা করা হয়।

ব্র্যাক ইউনিভার্সিটিতে রূপান্তরমূলক ভাষানীতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন

ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের সংহতি

আনন্দ শোভাযাত্রায় বর্ষবরণের প্রস্তুতি

মাহফুজের ক্যামেরায় জাদু

আরসিআরইউর ১৩ বছরের পথচলা

বিশ্বব্যাপী ধর্মঘটের সঙ্গে সংহতি, কাল বুয়েটের শিক্ষা কার্যক্রম স্থগিত

ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে স্মারকলিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ক্যাম্পাসে যেভাবে কাটল ঈদের দিন

দুই যুগে পদার্পণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের