মিনহাজুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তাঁদের মানসম্মত খাবার সরবরাহ করতে স্থাপন করা হয়েছে কলেজ ক্যানটিন ‘তোলপাড়’। এতে মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব মূল্যে খাবার সরবরাহের কথা থাকলেও কোনোটিই মানা হচ্ছে না। বাইরের খাবারের মতো স্বাভাবিক দাম এবং অস্বাস্থ্যকরভাবে খাবার সরবরাহ করা হচ্ছে।
তোলপাড় সম্পর্কে বেশির ভাগ শিক্ষার্থী নেতিবাচক মন্তব্য করছেন, ক্যানটিন থেকে খাবার গ্রহণ না করে, বাইরের খাবারের ওপর আস্থা রাখতে হচ্ছে তাঁদের। গেল বছর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি দিলেও কোনো ফল পাওয়া যায়নি। নতুন বছরে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান থাকবে মানসম্মত খাবার নিশ্চিতে ক্যানটিনটি সম্পূর্ণ সুবিধা দিয়ে সংস্কার করা হোক।
শিক্ষার্থীবান্ধব মূল্যে, পরিচ্ছন্ন পরিবেশে, খাবারের সঠিক জোগান এবং শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করে—এমন কর্মচারী দ্বারা পরিচালনা করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মিনহাজুর রহমান, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজ