হোম > শিক্ষা > ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পাচ্ছেন চার গুণীজন

জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদক-২০২৪ ঘোষণা করা হয়েছে।

এ বছর নজরুলসংগীতে সংগীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

১৯ মে রোববার উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এই পদকের জন্য চার গুণী ব্যক্তিকে নির্বাচিত করে পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি। 

আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

নজরুল জন্মজয়ন্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয়ভাবে উদ্‌যাপনের সঙ্গে সঙ্গে এবারই প্রথম জাতীয়ভাবে পালিত হতে যাচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এই অনুষ্ঠান ও নজরুল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। চার দিনব্যাপী অনুষ্ঠানে  উপাচার্য প্রতিদিনই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন, যা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।

বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং বাংলা সাহিত্যের জাগরণের কবি, চির যৌবনের কান্ডারি, দ্রোহ, প্রেম ও সাম্যের চির উন্নত শির, অসাম্প্রদায়িক ভাবনায় নিমগ্ন সুরের বুলবুলি, সংগীত স্রষ্টা, কথাশিল্পী এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ২ জুন বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

২৪ মে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৫ মে ২০২৪ তারিখ সকালে বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। ২৬ মে  সকালে বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন