হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন নর্থ সাউথের ১১ শিক্ষার্থী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম-২০২৪-এর জন্য নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। ১৪ আগস্ট এই ফেলোশিপের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপের কার্যক্রম শুরু হয়েছে।

১১ শিক্ষার্থী হলেন: ফারহানা ইসলাম, আতিয়া ফাইরুজ, আদিব আলমান গফুর, সাদমান আলম জিসান, সোহাইল আহমেদ, আব্দুল্লাহ আবু সাঈদ, আনকিত সারদা, আদিবা চৌধুরী, আনিকা এলমা, আরেফিন আমিন ও এস এম শাহনাওয়াজ হোসেন।

মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক টিমের তথ্যমতে, এ বছর সারা বিশ্বের ১৭০টি দেশের ৬ হাজার ক্যাম্পাস থেকে মোট ৫২ হাজার ৫৮১ শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৪০টি দেশের ২০০ ক্যাম্পাসকে নির্বাচন করা হয়েছে, যার মাধ্যমে ৪ হাজার (৫ শতাংশ) শিক্ষার্থীকে মিলেনিয়াম ফেলো হিসেবে মনোনীত করা হয়েছে।

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ হলো একটি দীর্ঘ প্রোগ্রাম। যার লক্ষ্য স্নাতক শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা। এই ফেলোশিপের মাধ্যমে শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ভূমিকা রাখবেন।

এর আগে ১৪ আগস্ট জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপের ফল প্রকাশিত হয়। মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এবং জাতিসংঘের একাডেমিক ইম্প্যাক্ট (ইউএনএআই) যৌথভাবে ‘মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম’ আয়োজন করে আসছে।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা