Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রস্তুত থাকতে হবে: চাঁবিপ্রবি উপাচার্য

শিক্ষা ডেস্ক

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রস্তুত থাকতে হবে: চাঁবিপ্রবি উপাচার্য
বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক পেয়ার আহম্মেদ।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক পেয়ার আহম্মেদ। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

চাঁবিপ্রবি উপাচার্য বলেন, ‘আমরা যেন সব সময় ন্যায়ের পথে চলি। কারও প্রতি জুলুম না করি। আমাদের সবার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের স্টাফ মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি। স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুস্মিতা কর। শুভেচ্ছা বক্তব্য দেন মো. তাহমিদুল ইসলাম, ফারুক-ই-আজম, সাদিয়া ফারহানা এনি প্রমুখ।

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে প্রেরণা জুগিয়েছে’। এ সময় উপাচার্য জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন।

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা