হোম > শিক্ষা > ক্যাম্পাস

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের অপসারিত সদস্যদের পুনর্বহাল ও উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের অপসারণ ও বিচার দাবি করেছেন একদল শিক্ষার্থী ও অভিভাবক। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তরা বলেন, অবৈধভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অবিলম্বনে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিয়ম বহিভূতভাবে যে ট্রাস্টিদের অপসারণ করা হয়েছিল তাঁদের বোর্ডে ফিরিয়ে আনত হবে। 

একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার হয়েছেন শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, সৎ ব্যক্তিদের ট্রাস্টি বোর্ডে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে দুর্নীতিবাজ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে। 

খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক আতিকুল ইসলাম প্রথম মেয়াদে ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। আর গত ৩ মার্চ তিনি তৃতীয় মেয়াদে নিয়োগ পান। 

 ২০২২ সালের ১৬ আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে সরকার। পুরোনো ট্রাস্টি বোর্ডের সাতজনকে নতুন বোর্ডে রাখা হয়নি। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে বাদ পড়েছিলেন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এম এ কাশেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও নুরুল এইচ খান।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন