হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গত শনিবার (১৯ অক্টোবর) নবাগত শিক্ষার্থীদের (ফল ২০২৪-২৫ সেমিস্টার) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যাতে তাঁরা বিশ্ববিদ্যালয় জীবনে সফল হতে পারে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাণ উন্নয়নে এআইউউবি বিশ্বমানের শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং নতুন নতুন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে। 

এছাড়াও বক্তব্যে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মনজুর এইচ খান এবং বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, নিয়মনীতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা। নবাগত শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা