যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মোতালেব হোসাইন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পাঠকবন্ধু শাখার উদ্যোগে এক প্রাণবন্ত বই আড্ডা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস ‘উত্তরাধিকার’ নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
সভা শুরু হয় নবগঠিত কমিটির পরিচিতির মাধ্যমে। এরপর ক্যাম্পাস অ্যাম্বাসেডর শর্মিলী আক্তার সমরেশ মজুমদার ও তাঁর উপন্যাস ‘উত্তরাধিকার’-এর প্রেক্ষাপট এবং চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপরে অংশগ্রহণকারীরা একে একে তাঁদের বিশ্লেষণ উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের পাঠকবন্ধু শাখার সভাপতি আব্দুল আহাদ সৈকত বলেন, ‘এমন আয়োজন আমাদের বইপড়ার অভ্যাসকে আরও দৃঢ় করবে এবং সাহিত্যপ্রেমীদের মধ্যে বন্ধন তৈরি করবে।’
আলোচনায় উঠে আসে সমাজ, রাজনীতি এবং ব্যক্তিগত সংগ্রামের চিত্র, যা উপন্যাসটির মূল প্রতিপাদ্য। বক্তারা বলেন, সমরেশ মজুমদারের লেখনীতে সময়ের সংকট, সম্পর্কের জটিলতা এবং সমাজের রূপান্তরের প্রতিফলন ফুটে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন ও সাধারণ সম্পাদক মোস্তফা গালিব, সহসভাপতি রকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক জালিস মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ও নাঈম হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানজিলা হোসাইন বৈশাখী, সমাজকল্যাণ সম্পাদক ইমদাদুল ইসলাম, বিতর্কবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম, নির্বাহী সদস্য অজয় রায়, শেফা খানম প্রমুখ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সাগর হাসান শুভ্র
‘না বলতে শিখুন’ বইয়ের ওপর বই আড্ডার আয়োজন করেছে ‘পাঠকবন্ধু’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। বইটি রেনু সরন রচিত। এ বইয়ে লেখক তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে ‘হ্যাঁ’ এবং ‘না’ বলার প্রেক্ষাপটে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ তুলে ধরেছেন।
সম্প্রতি শাবিপ্রবির ইউনিভার্সিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পরিচিতি সভা, পাঠকবন্ধু নিয়ে শাবিপ্রবি শাখার বন্ধুদের ভাবনা ও আগামীতে পাঠকবন্ধুর নানা কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠকবন্ধুর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আল আমিন। পাঠকবন্ধু শাবিপ্রবি শাখার সদস্যসচিব সাগর হাসান শুভ্রর সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন পাঠকবন্ধু সদস্য আসাদুল্লাহ আসাদ। তিনি বইটির বিষয়বস্তু সম্পর্কে বলেন, ‘না বলতে শিখুন বইটি রেনু সরনের লেখা। লেখক তাঁর ভাবনার জগতের সঙ্গে বাস্তবতার প্রতিচ্ছবি এ বইয়ে তুলে ধরেছেন।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পাঠকবন্ধুর আহ্বায়ক আল আমিন জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে তরুণেরা দেশ পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন, পাঠকবন্ধু তার অংশ হয়ে দেশ এগিয়ে নিতে কাজ করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি তানভীর হাসান, সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আহমেদসহ পাঠকবন্ধুর সদস্যরা।
চট্টগ্রাম কলেজ
আহছানুল করিম
পাঠকবন্ধু চট্টগ্রাম কলেজ শাখার উদ্যোগে প্রাণবন্ত বই আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত বই আড্ডার আলোচ্য বই ছিল জনপ্রিয় লেখক থিবাউট মিউরিসের ‘ডোপামিন ডিটক্স’ বইটি।
ক্যাম্পাস অ্যাম্বাসেডর আবু সাঈদের সঞ্চালনায় বই আড্ডায় শুভেচ্ছা বক্তব্য দেন পাঠকবন্ধু মাহদির মোহাম্মদ সাআদ। তিনি বলেন, ‘ডোপামিন ডিটক্স বইটিতে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণের জন্য কিছু কার্যকরী কৌশল বর্ণনা করা হয়েছে। মূলত ডোপামিনের ক্ষতিকর দিক থেকে বেরিয়ে সেটাকে ভালো কাজে ব্যবহার করাই ডোপামিন ডিটক্স।’
পাঠকবন্ধু রাকিব বলেন, ‘বইটি আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বইটির মূল বক্তব্য হচ্ছে, আমাদের মনোযোগ কীভাবে বাড়াতে পারব। কাজের মধ্যে গড়িমসি ও বিক্ষিপ্ততা পরিহার করে আমাদের মূল লক্ষ্য পূরণ করার জন্য ধারাবাহিকতা বজায় রেখে কীভাবে কাজ চালিয়ে যেতে পারি।’
পাঠকবন্ধু চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ‘ডোপামিন ডিটক্স’ বইটি সম্পর্কে বলেন, ডোপামিনের নিঃসরণ মানুষের ব্রেইনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি মস্তিষ্ককে কর্মোদ্যমী করে তোলে। বিপত্তি তখনই বাধে, যখন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ডোপামিনের অতিরিক্ত নিঃসরণ ঘটে। ফলে আমরা মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।’
বই আড্ডায় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধু চট্টগ্রাম কলেজের অন্য অ্যাম্বাসেডর সাবিহা জামান, বিতর্কবিষয়ক সম্পাদক তাসমিয়া অনন্যা, কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম, সদস্য আবদুল ওয়াহেদ আশফাক প্রমুখ।