হোম > শিক্ষা > ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয় এই প্রথম অমর একুশে বইমেলায়

মো. আশিকুর রহমান

প্রথমবারের মতো অমর একুশে বইমেলায় অংশ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বর্ধমান হাউসের পেছনে বইমেলার তথ্যকেন্দ্রের পাশেই বিশ্ববিদ্যালয়টির নামে বরাদ্দ করা হয়েছে একটি স্টল। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ, জনসংযোগ দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে প্রকাশিত জার্নাল, বই, স্মারক গ্রন্থসহ বিভিন্ন প্রকাশনা, চিত্র, অ্যালবাম প্রভৃতি পাওয়া যাচ্ছে স্টলটিতে।

বিশ্ববিদ্যালয়টির বইমেলায় অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানকার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। বিশ্ববিদ্যালয়টির স্টলে পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত মুজিব জন্মশতবর্ষের স্মরণ ভাষ্য ‘বঙ্গবন্ধু সন্দর্শন-২০২২’, সংবাদ-বিজ্ঞপ্তির সংকলন ‘কর্ম-সঞ্চিতা ২০২২’, প্রথম বার্ষিক প্রতিবেদন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার ‘চির-সুন্দর’ ও ‘জার্নাল অব নজরুল ইউনিভার্সিটি’। আরও রয়েছে কলা অনুষদ থেকে প্রকাশিত ‘মানববিদ্যা গবেষণাপত্র’, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রকাশিত ‘জেকেকেএনআইইউ জার্নাল অব সোশ্যাল সায়েন্স’, আইন অনুষদ থেকে প্রকাশিত ‘নজরুল ইউনিভার্সিটি ল রিভিউ’, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে প্রকাশিত ‘রুদ্র-মঙ্গল’, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে প্রকাশিত ‘ডায়ালগস’, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগ থেকে প্রকাশিত ‘নাট্যবিদ্যা’, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ থেকে প্রকাশিত ‘জার্নাল অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’, ফোকলোর বিভাগ থেকে প্রকাশিত ‘ফোকলোর গবেষণা পত্রিকা’।

 

স্টলটিতে রয়েছে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে প্রকাশিত ‘নজরুলের ত্রিশাল আগমনের এক শ বছর’, ‘নজরুল-বীক্ষা’, ‘নজরুল-মানসলোক’, সৌমিত্র শেখর সম্পাদিত ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’, ‘নজরুল স্টাডিজ পাঠ্যপুস্তক’, নজরুল প্রতিকৃতি চিত্র অ্যালবাম ‘কায়ায় ছায়ায় নজরুল’, ‘ফিলাটেলিকে নজরুল’, প্রামাণ্যচিত্র ‘চির-বিদ্রোহী’, ‘কিশোর নজরুল’, নজরুলবিষয়ক আন্তর্জাতিক গবেষণাপত্র ‘নজরুল-জার্নাল’ ও নজরুলবিষয়ক ছয়টি বক্তব্যমালা।

বইমেলায় স্টলের ভাবনা প্রসঙ্গে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হ‌ুমায়ূন কবীর বলেন, বইমেলার মতো একটি জাতীয় আসরে প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এটি একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে সব সময় স্মরণীয় হয়ে থাকবে।

মেলায় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমাদের অভিযাত্রার অংশ হিসেবে এবার ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমবারের মতো বইমেলায় আমরা অংশগ্রহণ করেছি। এ মেলায় অংশ নেওয়ার কারণ হলো, আমাদের বিশ্ববিদ্যালয় যেখানেই থাকুক না কেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আঁচড় কাটতে চাই, দাগ রাখতে চাই। সে জন্য আমাদের প্রকাশনা, গবেষণাপত্র নিয়ে এ মেলায় অংশ নিয়েছি।’

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন