হোম > শিক্ষা > ক্যাম্পাস

মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে নানা আয়োজন

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং তার এক দিন আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

২১ ফেব্রুয়ারি মাদারীপুর শহীদ কানন চত্বরে পাঠকবন্ধুর জেলা শাখার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠকবন্ধুর সদস্য সোহাগ হাসান এবং সঞ্চালনায় ছিলেন শামিমা নাসরিন ইতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ।

এই উদ্যোগের মধ্য দিয়ে অনেকে তাঁদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন, যা ভবিষ্যতে রক্তদানের মতো মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্রীড়া প্রতিযোগিতা

২০ ফেব্রুয়ারি পাঠকবন্ধুর উদ্যোগে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের ১৩৭ নং নাছিরউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনকে আনন্দের সঙ্গে গ্রহণ করে। শিক্ষার্থী আরমান হাসান, সীমা, মরিয়ম জানায়, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই খুশি। প্রধান শিক্ষক বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকশিত হয়। এই আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা