হোম > শিক্ষা > ক্যাম্পাস

মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

শিক্ষকদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা

মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে উৎসবমুখর এই পুস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল ইত্যাদি খেলায় বিজয়ী দ্বাদশ শেণির ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

এসময় তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে কোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত: ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।’ তিনি বলেন, ‘মাইলস্টোন কলেজ দেশসেরা ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। যা তার ভবিষ্যৎ জীবনকে সাফল্যমন্ডিত করবে।’

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু