হোম > শিক্ষা > ক্যাম্পাস

বুটেক্স দিবস পালন

আলভী আহমেদ

১৩ পেরিয়ে ১৪ বছরে পা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ২০১০ সালে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। সেই সময় থেকে প্রতিবছর ২২ ডিসেম্বর ‘বুটেক্স দিবস’ 
পালন করা হয়।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয়েছে বুটেক্সের ১৩তম জন্মদিন। সকালে কেক কেটে আয়োজনের কর্মসূচি শুরু হয়। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। ঘোড়ার গাড়িসহ আনন্দ শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে পায়রা ওড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে স্মৃতিচারণার আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক  ড. শাহ আলিমুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করেছে বুটেক্স। উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান আরও শিক্ষার্থী উপস্থিত থাকলে আয়োজন পূর্ণাঙ্গ হতো।’ উপাচার্য জানান, ভবিষ্যতে বুটেক্স দিবসের আয়োজন হবে আরও বর্ণিল।

আলভী আহমেদ, শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন