আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
ক্যানসার-আক্রান্ত সোহাগ মাতুব্বর ও মিনু বেগমের পাশে দাঁড়িয়েছেন পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখার সদস্যরা। এ শাখার বন্ধুরা সোহাগ মাতুব্বরকে ১০ হাজার টাকা এবং মিনু বেগমকে এক মাসের ওষুধ কিনে দেন।
সম্প্রতি মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার পাঠকবন্ধু কার্যালয়ে এ দুজনের হাতে অর্থ এবং ওষুধ তুলে দেওয়া হয়। সোহাগ মাতুব্বরের পক্ষে অর্থ গ্রহণ করেন তাঁর স্ত্রী নূপুর বেগম।
অসুস্থ সোহাগ মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের বাসিন্দা। এরই মধ্যে একবার সোহাগের অপারেশন হয়। দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
নূপুর বেগম বলেন, ‘আমার স্বামীর চিকিৎসা বাবদ এরই মধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে। আরও টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া আমার একটি প্রতিবন্ধী শিশুও রয়েছে।’
সভায় সভাপতিত্ব করেন পাঠকবন্ধুর মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক এস এম আরাফাত হাসান। উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর সদস্য কামরুল হাসান, হামিদুল ইসলাম হামিম, সোহাগ হাসান, সুইটি আক্তার, কিরণ আক্তার, তানমিরা সিদ্দিকা জেবু, আরিফা সিদ্দিকা মনিরা প্রমুখ।