বিজ্ঞপ্তি
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গতকাল বুধবার এই সাক্ষাৎ হয়।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে দুজনের মধ্যে এআইইউবি ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চশিক্ষার সহযোগিতার সুযোগ, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, গবেষণা, শিক্ষামেলা, ক্রীড়া এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়।