হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের ১ হাজার ৯২২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া পাঁচ শিক্ষার্থী চ্যান্সেলরের স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়া বিভিন্ন বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করা ২৭ শিক্ষার্থীকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বসবাস করছি, যেখানে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। তাই শুধু পুথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বিশ্লেষণধর্মী, সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।’

গ্র্যাজুয়েটদের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, ‘স্নাতক হিসেবে আপনাদের দায়িত্ব হবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা, নৈতিকতা ও সততার সঙ্গে কাজ করা। সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তা দিয়ে শুধু স্বদেশ নয়, বরং বিশ্বকে সমৃদ্ধ করা।’

সমাবর্তন অনুষ্ঠানে এসইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু বস্তুগত সাফল্য নয়, বরং সঠিক মূল্যবোধ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসইইউ উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, সহউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা