Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

চট্টগ্রাম কলেজে মানসম্পন্ন ক্যানটিন চাই

শিক্ষা ডেস্ক

চট্টগ্রাম কলেজে মানসম্পন্ন ক্যানটিন চাই
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় অবস্থিত। এ কলেজের শিক্ষার্থীদের জন্য রয়েছে নানান সুযোগ-সুবিধা। রয়েছে কলেজের ভেতরে বিশাল আকৃতির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড, দ্বিতল মসজিদ, বিশাল গ্রন্থাগার, শিক্ষার্থীদের আলাদা মিলনায়তন, জিমনেসিয়াম ইত্যাদি।

এত কিছুর পরেও কলেজটিতে রয়েছে মানসম্পন্ন ক্যানটিনের অভাব। কলেজ ক্যাম্পাসে ক্যানটিন না থাকায় শিক্ষার্থীদের কলেজের বাইরে গিয়ে খাবার খেতে হয়। কলেজের আশপাশের রেস্তোরাঁ বা দোকানগুলোতে খাবারের মূল্য বেশি এবং সেগুলো অস্বাস্থ্যকর বটে।

উচ্চ দ্রব্যমূল্যের বাজারে নাগরিক জীবন যেখানে সংকটাপন্ন, সেখানে শিক্ষার্থীদের অবস্থা আরও বেশি বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদের সংকটময় জীবন যাপন করতে হচ্ছে। মেসে কিংবা হলের প্রতি মিলের মূল্য প্রায় ৫০ টাকা। মাসে ৬০টি মিল হলে মাস শেষে তা দাঁড়ায় ৩ হাজার টাকার মতো। অন্যদিকে এক দিনের নাশতায় ৮০ থেকে ১০০ টাকা প্রয়োজন। ফলে মাস শেষে শিক্ষার্থীদের খাবারের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়।

কলেজ ক্যাম্পাসে একটি মানসম্পন্ন ক্যানটিন এ সমস্যার সমাধান করতে পারে। তাতে শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধা হবে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আহছানুল করিম , শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা