হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

বিজ্ঞপ্তি

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত

গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতায় প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ২০২৫’। ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতা ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

প্রতিযোগিতায় যাঁরা সর্বোচ্চ মেধা ও দক্ষতা প্রদর্শন করতে পারবেন, তাঁদেরকে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে চার বছরব্যাপী অনার্স কোর্সে ১০০ পারসেন্ট পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই মেধা ও দক্ষতার ভিত্তিতে ১০ পারসেন্ট থেকে ১০০ পারসেন্ট পর্যন্ত ওয়েভারে ভর্তির সুযোগ থাকবে।

প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। দেশের যেকোনো অঞ্চল থেকে প্রতিযোগীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস ও গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আগ্রহী কিংবা মূলধারার গণমাধ্যমে সাংবাদিক-মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করছেন।

নিউজ রিপোর্টিং, ডিজিটাল মিডিয়া, কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও প্রোডাকশন, ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া কৌশল ইত্যাদি বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে প্রতিযোগীদের স্কলারশিপ দেওয়া হবে। যাঁরা এই বিশেষ অফারে ভর্তি হবেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ওয়েভার পাবেন না।

স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মো. সামসুল ইসলাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের কারণে গণমাধ্যমের গতি ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে হচ্ছে, যার সর্বশেষ সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের লক্ষ্য তরুণদের মধ্যে মিডিয়া ও কমিউনিকেশন দক্ষতা বাড়ানো, যা তাঁদের পেশাগত জীবনে সাহায্য করবে। এই ধরনের প্রতিযোগিতা আমাদের তরুণদের প্রতিভা তুলে ধরতে এবং ভবিষ্যতের প্রযুক্তির চ্যালেঞ্জ উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে সাহায্য করবে।

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, নতুন উদ্দীপনায় একসঙ্গে এগিয়ে চলা

দেশেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে স্নাতক করার সুযোগ

সেকশন