ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শনিবার (২৫ মে) অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমানের বাংলাদেশ স্টাডিজ: আর্থসামাজিক প্রেক্ষাপট কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ‘ভবিষ্যৎকে শক্তিশালী করাঃ টেকসই সমাধানের সঙ্গে শক্তি সংকট মোকাবিলা করা’-শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জ্বালানি খাতের টেকসই সমাধান এবং জ্বালানি সংকট এবং জ্বালানি-সম্পর্কিত টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বপূর্ণ আলোচনার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জনসহ চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম. শামসুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল। সেমিনারে আরও বক্তব্য রাখেন কোর্স টিচার প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও টিচিং অ্যাসিস্ট্যান্ট মো. তাহমিদ চৌধুরী।