হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধুর আন্তর্জাতিক কমিটি গঠন

তাকি বিন মহসিন

পাঠকবন্ধু এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণেরা তাঁদের দক্ষতা ও চিন্তাধারা বিকাশের সুযোগ পান। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখতে পারেন। এ জন্য পাঠকবন্ধু দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রবাসী শিক্ষার্থীদের সেতুবন্ধ তৈরি করতে চায়। এ উদ্দেশ্যে এর আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের শিক্ষার্থী শ্রেয়া ঘোষকে আহ্বায়ক এবং চীনের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী জীবন কুমার সরকারকে সদস্যসচিব করে ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

শ্রেয়া ঘোষ বলেন, ‘সবাইকে পাঠকবন্ধুর উদ্যোগের অংশ হওয়ার আহ্বান জানাব। এখানে আমরা একসঙ্গে কাজ করে নতুন সুযোগ সৃষ্টি করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যেতে চাই। পরস্পরের সহযোগিতার মাধ্যমে সামাজিক, শৈল্পিক ও বৈজ্ঞানিক উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক চীনের ফজলুল আজিম ফারাবী, ভারতের অন্ধ্র ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মিনহাজুর রহমান, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী এস এম ফখরুল ইসলাম।

সদস্যদের মধ্যে আছেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজিসের শিক্ষার্থী তামিম সিফাতুল্লাহ, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটির আবু সাইদ, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের শিক্ষার্থী রনি মিয়া, হাঙ্গেরির বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সৌরভ শর্মা, অস্ট্রেলিয়ার কিংস উন ইনস্টিটিউটের মোহাম্মদ মুমতাহিন, কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির মোহাম্মদ রাসেল মিয়া, যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির ফরিদা খানম ফাতিহা, থাইল্যান্ডের মো. জুয়েল রানা, ভারতের চণ্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব দাশ প্রমুখ।

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, নতুন উদ্দীপনায় একসঙ্গে এগিয়ে চলা

সেকশন