হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধু নেত্রকোনা শাখা

পথশিশুদের কণ্ঠে কবিতার সুর

জাবের আল মামুন

শিশুদের সঙ্গে পাঠকবন্ধুর সদস্যরা। ছবি: পাঠকবন্ধু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঠকবন্ধু নেত্রকোনা শাখার উদ্যোগে পথশিশুদের নিয়ে গঠিত স্কুল ‘স্বপ্নের বিদ্যানীড়’-এ অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর এক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ‘স্বপ্নের নীড়’ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতায় বিচারকদের রায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়।

প্রতিযোগিতার শুরুতে পাঠকবন্ধুর সদস্যরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করে। এরপর পথশিশুদের আবৃত্তিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার শেখ জামিল, আজমেরি ইসলাম, হাফসা ইসলাম মোহ, নাজিমুল সাকিব, শুভ, সাবাবা হক ও পৃথ্বীরাজ রৌদ্য।

অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনন্য শেখ। সভাপতিত্ব করেন পাঠকবন্ধুর আহ্বায়ক আবদুল গাফফার।

এ ছাড়া পাঠকবন্ধুর সদস্য সাজিদসহ অন্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

পাঠকবন্ধুর আহ্বায়ক আবদুল গাফফার বলেন, ‘কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে শিশুদের ভাষা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার পাশাপাশি মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। পাঠকবন্ধু নেত্রকোনা শাখা ভবিষ্যতেও ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা