হোম > শিক্ষা > ক্যাম্পাস

নেচে-গেয়ে বসন্তবরণ উৎসব করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মেহেরাবুল ইসলাম সৌদিপ

চলছে বসন্ত। প্রকৃতি সেজেছে নতুন সাজে, উচ্ছ্বাসে মেতেছে তরুণ প্রাণ—এ যেন উৎসবের ছোঁয়া। সে উৎসবের রং লেগেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। বাসন্তী রঙে মেতে উঠেছে ক্যাম্পাস।

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা নেচে-গেয়ে ‘বসন্তবরণ ও ভর্তা উৎসব-১৪৩০’ পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনের ছাদে এই উৎসবের আয়োজন করা হয়। বসন্তবরণ ছাড়াও ভর্তা উৎসবের আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তন এই আয়োজন করে।

এদিন শিক্ষার্থীরা নেচে-গেয়ে বসন্তবরণ উৎসব পালন করেন। এ সময় চারুকলার ছাদে বসন্তের ঝরা পাতার আদলে মঞ্চ সাজানো হয়। এ ছাড়া ভর্তা উৎসব বসন্তবরণ উৎসবকে অন্য আমেজ এনে দেয়। আয়োজনে ভর্তাগুলোর মধ্যে ছিল টমেটো আলু, কালিজিরা, শিম, ডাল, টমেটো ও বিভিন্ন ধরনের শুঁটকি ভর্তাসহ ৩০-এর বেশি পদের ভর্তার সমারোহ। সঙ্গে ছিল বিশেষভাবে রান্না করা ভাত। ভর্তা-ভাতে সবাইকে করা হয়েছে আপ্যায়ন। দিনব্যাপী সবাই মিলে আনন্দঘন পরিবেশে ভাত-ভর্তা উৎসবে মেতে ওঠেন।

ভর্তা উৎসবের পর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালন করা হয় বসন্তবরণ উৎসব। হলুদ, গোলাপি, নীল, লাল শাড়িতে মেতে ওঠে তরুণীরা। সবার মাথায় বসন্তের আগমনী ফুলের মালা। ছেলেরা পরেছেন হরেক রকমের পাঞ্জাবি। এ সময় বিভাগের শিক্ষার্থীরা ছবি-সেলফি তোলাসহ খোশগল্পে মেতে ওঠেন।

চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী নাজমুন নাহার মুনা জানান, ‘প্রতিবছরের মতো এবারও শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধনের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব উদ্‌যাপন করা হয়েছে। আগামী দিনগুলোতেও এই উৎসব পালন করব।’

ভাত-ভর্তা খেয়ে প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী উম্মে মিশু জানান, ভর্তাগুলো খুবই সুস্বাদু ছিল। এটি এবারের বসন্তবরণ উৎসবকে ভিন্ন আমেজ এনে দিয়েছে। নগরজীবনে এমন আয়োজন বাঙালির সাংস্কৃতিক সত্তাকে জাগিয়ে তোলে।

বসন্তবরণ উৎসবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চারুকলার এমন আয়োজন বাঙালির সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে গতিশীল করছে।

অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেনসহ অনুষদের সব বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররাও এই উৎসবে অংশ নেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

সেকশন