হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধুর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উন্নয়ন শীর্ষক র‍্যালি

মো. সাইফুল ইসলাম আকাশ, ভোলা

পাঠকবন্ধু ভোলা সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উন্নয়ন শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা পাঠকবন্ধুর ইতিবাচক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান।

৪ নভেম্বর সকাল ১০টায় র‍্যালিটি কলেজের শিক্ষক মিলনায়তন থেকে শুরু হয়ে বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণের পর শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। কলেজটির অডিটরিয়ামে পাঠকবন্ধুর ভোলা জেলার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ হারুন অর রসিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজটির উপাধ্যক্ষ সুশান্ত কুমার মণ্ডল। এ ছাড়াও বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবুল বাসার; ইতিহাস বিভাগের প্রভাষক বিপ্লব মণ্ডল, ধ্রুব হাওলাদার; বাংলা বিভাগের প্রভাষক রেহানা ফেরদৌস; হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ রিয়াজ মাহমুদ; জেলা কমিটির সদস্য আফলাম মাহমুদ রাসেল, সোহাগ, মমিন; ফাতেমা খানম ডিগ্রি কলেজের পাঠকবন্ধুর সদস্য মাহমুদুর রহমান ওমায়ের, মহিবুল্লাহ, লিজন, মাহামুদুল হাসানসহ শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, পাঠকবন্ধু শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে পাঠকবন্ধু। সংগঠনটি বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সভা-সেমিনারের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করছে। ফলে সমাজে এর ইতিবাচক প্রভাব পড়ছে।

এ সময় বক্তারা ‘পাঠকবন্ধু’র সব কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

সেকশন