হোম > শিক্ষা > ক্যাম্পাস

ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৫০ শিক্ষার্থী

বিজ্ঞপ্তি  

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬: ২৭
ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৫০ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ক্লাসে নিয়মিত উপস্থিতি, সদাচরণ ও লেখাপড়ায় সন্তোষজনক ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ৫০ জন মেধাবী শিক্ষার্থী ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাস্ট ফান্ড’ বৃত্তি পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান গত মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল এফ মেসবাহ উদ্দিন ইকো স্বাগত বক্তব্য দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের নেতারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, প্রবাসজীবনে অনেক ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যেও যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়েরা এই প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা ও মমতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই বৃত্তি প্রদান কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অ্যালামনাইদের সেতুবন্ধন সৃষ্টিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ধ্রুব রায়, মো. জাকারিয়া, কর্ণ জ্যোতি ত্রিপুরা, মো. শাহীন আলম, মো. সেলিম পারভেজ, সুমাইয়া ইসলাম সাদিয়া, পলি রানী চক্রবর্তী, মো. পারভেজ মোশারফ, মো. রাকিবুল হাসান মুন্না, তাসমিয়া তাহলিল, মোছা. সানজিদা ইয়াসমিন, নুসরাত জাহান কেয়া, মোসা. স্বপ্না খাতুন, মো. আবির হোসেন, সোমরাজ সাহা কৌশিক, শহীদুল ইসলাম, মোছা. নুরনাহার খাতুন, রাউঙি ম্রো, মিজান মুন্সী, খাদিজাতুল কোবরা নিহা, মাধবী রায়, সাদিয়া আক্তার সেফা, মো. ইমরান শরিফ, সামিয়া আক্তার, সাথী আক্তার, মো. তুহিন মিয়া, সাবরিনা জান্নাত, মো. জোবাইদ ইসলাম, মোছা. সানজিদা খাতুন, সিফাত বিন ওসমান, মো. অমিত ইসলাম অভি, মুসফিকুর রহমান, মো. মাহমুদুল হাসান, তাহিয়া রহমান রিমি, নিশাতা জাহান নির্জনা, তাসমিয়া ইসলাম বন্যা, মো. আলামিন হক, মো. শাহাদাত হোসেন রিয়াদ, মোছা. জেসমিন আক্তার, নিকিতা সাহা, সামিয়া আক্তার বাঁধন, শিমুল চন্দ্র রায়, নুসরাত জাহান, নন্দিনী দাস প্রাচী, অর্পিতা শ্রী দাস, নওশীন সাইয়ারা, নোশিন আনজুম, মো. আশরাফুল আলম, জারীন তাসনীম সাদিয়া ও যোবায়দা মেহেরীন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বিইউএফটিতে ফ্যাশন শোতে উঠে এল শিক্ষার্থীদের সৃজনশীলতা

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে পিঠা উৎসব