Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো হোক

শাহ মুনতাসির হোসেন মিহান

বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো হোক

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চালু করে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বসার জায়গা সংকুলান হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত বাস নেই।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ শহরের মেসে থাকেন। ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থী বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীরা ঝুলতে ঝুলতে বিপজ্জনকভাবে বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ চলন্ত বাসে দ্রুত উঠতে একটুও ভ্রুক্ষেপ করেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের। তা ছাড়া বাসগুলো ফিটনেসবিহীন। তারপরও দিব্যি চলছে। তাই ঝুঁকির মাত্রা আরও বাড়ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে দুটি নতুন বাস যুক্ত করেছে শিক্ষার্থীদের জন্য। তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি নতুন বাস যুক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরাও যেন ঝুঁকি নিয়ে বাসে না ওঠেন, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।  

শাহ মুনতাসির হোসেন মিহান, শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা

সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

রাখাইনের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সময়োপযোগী নীতির প্রয়োজনীয়তা তুলে ধরল এসআইপিজি-এনএসইউ

বিইউপিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হলেন সৈয়দ মঞ্জুর এলাহী

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জানমালের নিরাপত্তার দাবিতে জবি শিক্ষার্থীদের ‘গান মিছিল’

এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফি কালেকশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক