হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটিতে ‘মুট কোর্ট’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে ‘মুট কোর্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল এই মুট কোর্ট উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আহমেদ সোহেল বলেন, মুট প্রতিযোগিতা বিশ্বব্যাপী সমাদৃত। তা ছাড়া একজন আইনের শিক্ষার্থীর জন্য মুট কোর্ট রুম অপরিহার্য। এটি শুধু তাঁর একাডেমিক ক্ষেত্রে ভালো কাজে দেয় না, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত আইনবিদ হতেও সহায়তা করে। 

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, মানুষের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আইনের শিক্ষার্থীরা। তাঁদের দ্বারা সমাজ ও রাষ্ট্র যেমন উপকৃত হবে, তেমনি হবে গোটা বিশ্ব। শিক্ষার্থীদের জন্য লিগ্যাল এডুকেশন প্রয়োজন, যেটা প্রকৃত অর্থে মানুষের কাজে লাগবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘মানুষ প্রতি মুহূর্তে নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। একটা কাজ করার পর পরবর্তী কাজ কী হবে, সেটার জন্যও মানুষের নিজেকে বিচার করতে হয়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, ‘মানুষের জন্য আইনকে সহজবোধ্য করে তুলতে হবে। তবেই আইনের সঠিক ব্যবহার হবে।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামানসহ আরও অনেকে।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা