হোম > শিক্ষা > ক্যাম্পাস

আর্ট অব গিভিংয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সহায়কদের সহায়তা’

বিজ্ঞপ্তি

বাংলাদেশে ‘আর্ট অব গিভিং’ সম্প্রদায় দেশের বিভিন্ন কসমোপলিটন শহরে একযোগে ‘সহায়কদের সহায়তা’ উদ্যোগ সফলভাবে সম্পাদন করেছে। ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে-এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

দান ও ভাগাভাগি করে নেওয়ার আনন্দ উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রতি বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে। এ বছর দিনটিতে সেই সব ব্যক্তিদের স্বীকৃতি এবং সম্মান জানানো হয় যারা নিঃস্বার্থভাবে সামগ্রিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তাঁদের সর্বোচ্চ সামর্থ্যকে উৎসর্গ করে। এসব ব্যক্তির মধ্যে খাবারের ব্যাগ বিতরণের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি এনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

নিরবচ্ছিন্ন পরিষেবা দিয়ে যারা সহায়ক ভূমিকা পালন করেছেন এই ধরনের স্বীকৃতি তাঁদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিক মনোনয়নের মাধ্যমে এ বছর আর্ট অব গিভিং নতুন উচ্চতায় পৌঁছেছে। মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগির দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত, আর্ট অব গিভিং সম্প্রদায় অগণিত ব্যক্তির জীবনে একটি অর্থবহ প্রভাব তৈরি করে চলেছে। 

 ‘সহায়কদের সহায়তা’ প্রতিপাদ্যের অধীনে অনুষ্ঠানটি চাঁদপুর ও ধানমন্ডি ঢাকার ড্যাফোডিল ফ্যামিলি, চট্টগ্রামের ড্যাফোডিল ফ্যামিলি, ডিআইএসএস আশুলিয়া সাভার ও বিরুলিয়া, সাভার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়। আর্ট অব গিভিং সম্প্রদায় বিশ্বাস করে, ‘যারা আমাদের উদ্দেশ্যে অক্লান্তভাবে অবদান রাখে তাঁদের প্রতি সমর্থন প্রসারিত করে, আমরা ইতিবাচক এবং সহানুভূতির একটি প্রবল প্রভাব তৈরি করতে পারি।’ 

আর্ট অব গিভিং সম্প্রদায়ে যোগদান করতে এবং মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি প্রচারের জন্য নিবেদিত এই সামাজিক আন্দোলনের অংশ হতে আগ্রহী ব্যক্তিদের এই নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। আর্ট অব গিভিং সম্প্রদায় নিঃস্বার্থ কাজের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার এক দশককে চিহ্নিত করে, এই হৃদয়গ্রাহী উদ্যোগটি দেওয়ার রূপান্তরকারী শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

সেকশন