হোম > শিক্ষা > ক্যাম্পাস

আর্ট অব গিভিংয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সহায়কদের সহায়তা’

বাংলাদেশে ‘আর্ট অব গিভিং’ সম্প্রদায় দেশের বিভিন্ন কসমোপলিটন শহরে একযোগে ‘সহায়কদের সহায়তা’ উদ্যোগ সফলভাবে সম্পাদন করেছে। ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে-এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

দান ও ভাগাভাগি করে নেওয়ার আনন্দ উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রতি বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে। এ বছর দিনটিতে সেই সব ব্যক্তিদের স্বীকৃতি এবং সম্মান জানানো হয় যারা নিঃস্বার্থভাবে সামগ্রিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তাঁদের সর্বোচ্চ সামর্থ্যকে উৎসর্গ করে। এসব ব্যক্তির মধ্যে খাবারের ব্যাগ বিতরণের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি এনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

নিরবচ্ছিন্ন পরিষেবা দিয়ে যারা সহায়ক ভূমিকা পালন করেছেন এই ধরনের স্বীকৃতি তাঁদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিক মনোনয়নের মাধ্যমে এ বছর আর্ট অব গিভিং নতুন উচ্চতায় পৌঁছেছে। মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগির দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত, আর্ট অব গিভিং সম্প্রদায় অগণিত ব্যক্তির জীবনে একটি অর্থবহ প্রভাব তৈরি করে চলেছে। 

 ‘সহায়কদের সহায়তা’ প্রতিপাদ্যের অধীনে অনুষ্ঠানটি চাঁদপুর ও ধানমন্ডি ঢাকার ড্যাফোডিল ফ্যামিলি, চট্টগ্রামের ড্যাফোডিল ফ্যামিলি, ডিআইএসএস আশুলিয়া সাভার ও বিরুলিয়া, সাভার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়। আর্ট অব গিভিং সম্প্রদায় বিশ্বাস করে, ‘যারা আমাদের উদ্দেশ্যে অক্লান্তভাবে অবদান রাখে তাঁদের প্রতি সমর্থন প্রসারিত করে, আমরা ইতিবাচক এবং সহানুভূতির একটি প্রবল প্রভাব তৈরি করতে পারি।’ 

আর্ট অব গিভিং সম্প্রদায়ে যোগদান করতে এবং মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি প্রচারের জন্য নিবেদিত এই সামাজিক আন্দোলনের অংশ হতে আগ্রহী ব্যক্তিদের এই নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। আর্ট অব গিভিং সম্প্রদায় নিঃস্বার্থ কাজের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার এক দশককে চিহ্নিত করে, এই হৃদয়গ্রাহী উদ্যোগটি দেওয়ার রূপান্তরকারী শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে রূপান্তরমূলক ভাষানীতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন

ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের সংহতি

আনন্দ শোভাযাত্রায় বর্ষবরণের প্রস্তুতি

মাহফুজের ক্যামেরায় জাদু

আরসিআরইউর ১৩ বছরের পথচলা

বিশ্বব্যাপী ধর্মঘটের সঙ্গে সংহতি, কাল বুয়েটের শিক্ষা কার্যক্রম স্থগিত

ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে স্মারকলিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ক্যাম্পাসে যেভাবে কাটল ঈদের দিন

দুই যুগে পদার্পণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের