বিজ্ঞপ্তি
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া ও মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগের উদ্যোগে এমএমসি ডে-২০২৪ উদ্যাপিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।
এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আব্দুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন। বক্তব্য দেন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম এবং মিডিয়া ও মাস কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা প্রফেসর শফিউল আলম ভূইয়া।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএমসি বিভাগের সমন্বয়ক আফরোজা সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, উচ্চ পদস্থ কর্মকর্তা, সাবেক ও বর্তমান বিভিন্ন শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে এমএমসি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।