Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনআইএসটির নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

এনআইএসটির নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) আয়োজিত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি, মঙ্গলবার বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনআইএসটির এডহক (গভর্নিং বডি) কমিটির সভাপতি ড. বিলকিস বেগম। স্বাগত বক্তব্য দেন এনআইএসটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) তানজিদা সুপ্তা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বেসরকারি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের সফলতার কামনা করেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন।

নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিইউএফটিতে বরণ করা হলো নবীন শিক্ষার্থীদের

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বুয়েট

ডাকসু নির্বাচনের পথনকশা ঘোষণা, কমিশন গঠন মে মাসে

ব্র্যাক ইউনিভার্সিটিতে রূপান্তরমূলক ভাষানীতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলার আয়োজন

ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের সংহতি

আনন্দ শোভাযাত্রায় বর্ষবরণের প্রস্তুতি

মাহফুজের ক্যামেরায় জাদু

আরসিআরইউর ১৩ বছরের পথচলা

বিশ্বব্যাপী ধর্মঘটের সঙ্গে সংহতি, কাল বুয়েটের শিক্ষা কার্যক্রম স্থগিত